রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লতে সাইবার হামলা, ৭ হাজার সার্ভার ধ্বংসের দাবি
সাইবার হামলার দায় স্বীকার করেছে ‘সাইলেন্ট ক্রো’ নামের একটি হ্যাকার গ্রুপ। তাদের দাবি, এক বছর ধরে চালানো একটি গোপন অভিযানের মাধ্যমে তারা অ্যারোফ্লতের নেটওয়ার্কে ঢুকে পড়ে। এ হামলায় বেলারুশভিত্তিক সাইবার পার্টিজানস নামের আরেকটি গ্রুপ সহযোগিতা করেছে বলে দাবি করা হয়েছে।

What's Your Reaction?






