স্বাধীন দেশের মুক্তিযোদ্ধার যন্ত্রণার চিত্রায়ণ ‘জন্ম থেকে জ্বলছি’

প্রবীর মিত্র, আশীষ কুমার লোহ, মনোজ সেনগুপ্তর অভিনয় মনে রাখার মতো। এই ছবির আলো-অন্ধকারের ক্যামেরার ভাষা একরাশ জাদু ছড়িয়ে দিয়ে যায়। শুধু শিল্পীসত্তা, শিল্পীজীবন নয়, মানব-মানবীর প্রেমকাহিনিও নয়, এই ছবি দেশপ্রেমের ছবি। দেশকে জন্ম থেকে জ্বলতে দেখার ছবি। সেই জ্বলুনির আগুন নেভাতে না পারার কষ্টের ছবি। মাতৃভূমিকে ভালোবাসার জন্য আমাদের বারবার নত মস্তকে এই ছবির সামনে, আমজাদ হোসেনের মতো পরিচালকের চিন্তাভাবনার সামনে বসতে হবে। ছবি দেখার আনন্দ এখানেই।

Aug 1, 2025 - 23:00
 0  0
প্রবীর মিত্র, আশীষ কুমার লোহ, মনোজ সেনগুপ্তর অভিনয় মনে রাখার মতো। এই ছবির আলো-অন্ধকারের ক্যামেরার ভাষা একরাশ জাদু ছড়িয়ে দিয়ে যায়। শুধু শিল্পীসত্তা, শিল্পীজীবন নয়, মানব-মানবীর প্রেমকাহিনিও নয়, এই ছবি দেশপ্রেমের ছবি। দেশকে জন্ম থেকে জ্বলতে দেখার ছবি। সেই জ্বলুনির আগুন নেভাতে না পারার কষ্টের ছবি। মাতৃভূমিকে ভালোবাসার জন্য আমাদের বারবার নত মস্তকে এই ছবির সামনে, আমজাদ হোসেনের মতো পরিচালকের চিন্তাভাবনার সামনে বসতে হবে। ছবি দেখার আনন্দ এখানেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow