নারী ও প্রেম সাইকোলজি (দ্বিতীয় পর্ব)
বুঝলি, একটু গভীর চিন্তা করলে নিজের মর্যাদা কিসে, তা চিনতে সময় লাগে না। তবে আমার যুক্তিতে এমন ঘটনার সম্মুখীন হলে নারী-পুরুষ যে কারোরই দ্রুত বিয়ে করে নেওয়া উত্তম। পৃথিবীর সব থেকে বড় চাহিদা হচ্ছে টাকা ও যৌন। এই চাহিদার ছিটেফোঁটা স্বাদও যদি মানুষ পায়, তা পূর্ণরূপে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, এগুলো এতটাই ভয়ানক। আর যদি সে বিয়ে না করে, তাহলে এই ব্যাকুলতা অবৈধতার দিকে এগিয়ে নিয়ে যাবে, যা ধ্বংসলীলায় ভরপুর ভবিষ্যতের এক টগবগে উদাহরণ হবে। তবে যার প্রতি দুর্বলতা আছে, অনুভূতি আছে, তাকে এড়িয়ে চলা খুবই কষ্টসাধ্য রে!
What's Your Reaction?






