দৃষ্টির ভেলা
বড় ঢেউগুলো পায়ের ওপর আছড়ে পড়ছে। যেন ওরা আমার বশ্যতা মানছে। নিজেকে শক্তিশালী ধরনের কিছু মনে হচ্ছে। আবার মনের মধ্যে জিদও চাপছে। মাঝেমধ্যেই বন্যার শুকনা নির্বিকার মুখখানি ভেসে উঠছে। ভীষণ রাগে গা কুটকুট করছে। আবার পরক্ষণেই ভেঙে পড়ছি আফসোসে। শব্দ করে একটা চিৎকার দিতে দিতে গা এলিয়ে দিলাম বেলাভূমে।
What's Your Reaction?