পাখির ভাষা বোঝেন যিনি
শিকারি বাবার সন্তান শরীফ খান। বেড়ে উঠেছেন গ্রামীণ বনে ঘেরা পল্লিগাঁয়ে। যে গাঁয়ে তাঁদের নিত্যবসবাস ছিল মেছো বাঘ, শিয়াল, খাটাশ, বনবিড়াল আর পাখিদের সঙ্গে। বাবা ছিলেন বন কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন বনে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন খুব ছোটবেলায়ই। খুব কাছ থেকে দেখেছেন এ দেশের প্রাণপ্রকৃতি। প্রয়োজনে শিকার করেছেন।
What's Your Reaction?






