ফিরে না আসার দায়
তোমার ছায়াটুকুও আর ফেরে না এপারে। এ কেমন নির্বাক প্রতিশোধ? কেমন অপরিচিত অবসান? আমি এখন একটি ঘূর্ণিপাকের কেন্দ্র— ভেতরে ভেতরে ক্ষয়ে যাই, আবার নিজেকেই কুড়িয়ে এনে সাঁটাই ভাঙা দেয়ালে— যেখানে হৃদয় ছিল একদিন, আজ আছে শুধু অভিমানের রেখাপাত।
What's Your Reaction?






