শৃঙ্খলা আর ব্র্যান্ডিং—দুই মাসেই ফ্রিল্যান্সিংয়ে আয় সম্ভব
প্রথম আলো বন্ধুসভার ভার্চ্যুয়াল টেক শোর ১৩তম পর্বে আলোচক হিসেবে যুক্ত ছিলেন ফ্রিল্যান্সার ও তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা সুবীর নকরেক। আলোচনার বিষয় ছিল ‘ফ্রিল্যান্সিং ফর ফ্রিডম: টেক স্কিল চেঞ্জিং লাইভস’। বিশ্বখ্যাত ব্র্যান্ড অনার মুঠোফোনের সৌজন্যে ৩১ জুলাই রাত সাড়ে আটটায় এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বন্ধুসভার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরী।
What's Your Reaction?






