শেরপুরে একই দিনে তিন ছাত্রের রক্তে রঞ্জিত হয় রাজপথ, ন্যায়বিচারের প্রত্যাশায় স্বজনেরা

শেরপুরে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবুজ মিয়া (১৮) নামের একজন গুলিতে এবং মাহবুবুর রহমান (২১) ও শারদুল আশিষ (২১) সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হন। তবে এক বছরেও এসব ঘটনার বিচার হয়নি। জড়িতদের শাস্তি ও নিরপরাধ আসামিদের মুক্তির বিনিময়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে নিহত তরুণদের পরিবারগুলো।

Aug 2, 2025 - 18:00
 0  1
শেরপুরে একই দিনে তিন ছাত্রের রক্তে রঞ্জিত হয় রাজপথ, ন্যায়বিচারের প্রত্যাশায় স্বজনেরা
শেরপুরে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবুজ মিয়া (১৮) নামের একজন গুলিতে এবং মাহবুবুর রহমান (২১) ও শারদুল আশিষ (২১) সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হন। তবে এক বছরেও এসব ঘটনার বিচার হয়নি। জড়িতদের শাস্তি ও নিরপরাধ আসামিদের মুক্তির বিনিময়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে নিহত তরুণদের পরিবারগুলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow