প্রথম শিক্ষক মা
আমাদের প্রথম শিক্ষক মা। তিনি যখন রান্নাঘরে রান্না করতেন, পাশে বসিয়ে আমাদের পড়াতেন। বড় বোনরা যখন কলেজে, আমি তখন স্কুলে। আমাদের মধ্যে বেশ প্রতিযোগিতা ছিল রাতে কে কত সময় জেগে থেকে পড়াশোনা করবে। আর মা সারা দিন পরিশ্রম করে সন্ধ্যার পর শুয়ে পড়তেন। হঠাৎ ঘুম থেকে উঠে আমাদের পড়ার টেবিলে দেখলে বিশ্রামের জন্য তাগাদা দিতেন। সকাল ৮টায় খেয়ে স্কুলে যেতাম এবং ফিরতাম বিকেল ৫টায়। পুরোটা সময় মা না খেয়েই বসে থাকতেন আমাদের জন্য, একসঙ্গে খাবেন বলে।
What's Your Reaction?






